Posts

চিন্তা

বেকার জীবন-২

June 29, 2024

সালমান ফারসি

218
View

হৃদয়ের এক অংশে উত্তাল বাতাস,মেঘ,বৃষ্টি,ঝড়,গলা সমান পানি।
আরেক অংশে প্রচন্ড উত্তাপে ফেটে যাওয়া শক্ত মাটি।
কি অসমতা!

কিন্তু হৃদয়ের ছোট্ট আনন্দের অংশের সাথে যুদ্ধ করে কি লজ্জাহীন ভাবে,বিশ্রী ভাবে সবার সাথে হেসে হেসে কথা বলে যাচ্ছি!
প্রতিবার হাস্যোজ্জ্বল সুন্দর ব্যবহারের ফলে মনে হচ্ছে বন্যার অংশের পানি প্রাচীর ক্রস করে ভেতরে প্রবেশ করে ফেলবে।

কতদিন যে এভাবে পাতলা প্রাচীর টিকিয়ে রাখতে পারবো,সেটাই বুঝতে পারছি না।

Comments

    Please login to post comment. Login