Posts

কবিতা

বিদ্রোহের নগরী

June 30, 2024

রেজওয়ান আহম্মেদ

শোষক আর শোষিতের এই বিশ্বে, 

শোষকের দ্বারা শোষিত আমার নগর,

নগরের প্রতি পদে পদে বঞ্চিত অধিকার সনদ।

শোষিতের রক্ত ধারার সাথে মিশে

একাকার হয়েছে এই আপামর জনতা,

অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলে উঠেছে,

ছাত্র সমাজ আর শোষিত সমাজ,

বজ্রকন্ঠে মুষ্টিবদ্ধ লাখো মানুষের আওয়াজ। 

গনতন্ত্রের মানদণ্ডে, আজ অন্যায়ের পাল্লা ভারি,

বুকের পাজরে বিদ্ধ বুলেট, অধিকার করেছে জারি।

রাজপথ রুদ্ধ মানুষের পদচারণায়,

ন্যায়ের যুদ্ধ আপামর জনতায়।

নগরীতে আজ উত্থান-পতন,

রাজপথে নেমেছে জাতি;

শোষকের সিংহাসন গুড়িয়ে দিবে

এই বিদ্রোহের নগরী। 

Comments

    Please login to post comment. Login