পোস্টস

কবিতা

বিদ্রোহের নগরী

৩০ জুন ২০২৪

রেজওয়ান আহম্মেদ

শোষক আর শোষিতের এই বিশ্বে, 

শোষকের দ্বারা শোষিত আমার নগর,

নগরের প্রতি পদে পদে বঞ্চিত অধিকার সনদ।

শোষিতের রক্ত ধারার সাথে মিশে

একাকার হয়েছে এই আপামর জনতা,

অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলে উঠেছে,

ছাত্র সমাজ আর শোষিত সমাজ,

বজ্রকন্ঠে মুষ্টিবদ্ধ লাখো মানুষের আওয়াজ। 

গনতন্ত্রের মানদণ্ডে, আজ অন্যায়ের পাল্লা ভারি,

বুকের পাজরে বিদ্ধ বুলেট, অধিকার করেছে জারি।

রাজপথ রুদ্ধ মানুষের পদচারণায়,

ন্যায়ের যুদ্ধ আপামর জনতায়।

নগরীতে আজ উত্থান-পতন,

রাজপথে নেমেছে জাতি;

শোষকের সিংহাসন গুড়িয়ে দিবে

এই বিদ্রোহের নগরী।