Posts

গল্প

মরুভূমির বিপদ (পর্ব : ১)

June 30, 2024

সাদাত হোসাইন

একটি ছেলে বেড়াতে গেছে মরুভূমিতে । তারসাথে ছিল তার দুইবন্ধু । কিন্তু হঠাৎ সেখানে বালু ঝড় হয় এবং তাদের ব্যাগগুলো উড়ে যায় । প্রায় আধ ঘন্টার মতো ঝড় হয় তারপর তারা দেখে তাদের ব্যাগগুলো নেই । কি আর করার তারা আবার হাঁটতে শুরু করে । তারা দূরে একটি ডাব গাছ দেখতে পেল এখানে তারা একটি ভাঙা দুর্গ দেখতে পেল । তারা দুর্গটির ভিতরে ঢুকলো । তারা ভিতরে ঢুকে দেখল কিছু পানির বোতল এবং কিছু খাবার । তাদের তখন খুব খিদে । তারা পেট ভরে খেয়ে নিল । তারপর তারা দেখল পাশে একটি বক্স রাখা আছে । তারা যখনই বক্সটি খুলতে যাবে তখনই সেখানে একদল ডাকাত ঢুকে পড়ল । তারা সবাই ভয় পেল । তারপর তারা দেখল পাশে অনেকগুলো বন্ধুক রাখা আছে । তারা তখন বন্ধুকগুলো তুলে গুলা গুলি শুরু করল ।  ডাকাতেরা তখন ঘোরার উপরেই বসে ছিল । তাই একটা ঘোড়ার পায়ে ভুলবশত গুলি লাগায় ঘোড়াটি পিছন দিকে দৌড় মারলো এবং সবগুলো ডাকাত চলে গেল । পরে তারা বক্স খুলল এবং দেখল সেখানে অনেকগুলো স্বর্ণমহর রাখা আছে । তখন তারা সেই স্বর্ণমোহরগুলো নিয়ে বাহিরে আসলো । তখন তারা দেখল এক পাশে দুটি ঘোড়া বাধা আছে । তখন তারা সেই দুটি ঘোড়া নিয়ে একটি শহরের খোঁজে বেরিয়ে পড়ল ।

Comments

    Please login to post comment. Login