পোস্টস

কবিতা

ভালোবেসে

১ জুলাই ২০২৪

নাসির ফরহাদ

ভালোবেসে আসলে কাছে, 

আদর দিয়ে রাখিস ধরে। 

তোর একটু অবহেলায়, 

পড়ান পাখি যাবে মরে। 

 

কালে কালে সুখ খুঁজেছে, 

প্রেমের মাঝে লক্ষ জনে। 

কে কতটা সুখ পেয়েছে, 

তার হিসাবটা কে বা জানে।

 

কে বা তোকে ভালো বাসে, 

তুই বা বাসিস কাকে 

ছড়িয়েছিস কতো আলো, 

জীবনের কোন বাঁকে। 

 

চাওয়া পাওয়ার ভুল হিসেবে, 

কতো জীবন গেছে ঝরে। 

গড়তে গিয়ে মহাকাব্য, 

শূন্য খাতা থাকছে পড়ে।