Posts

গল্প

বলদ নং : ১ (পর্ব ৪ )

July 1, 2024

সাদাত হোসাইন

79
View

স্কুলেরদিন ,

“ স্যার আসসালামু আলাইকুম “

 স্যার : ওয়ালাইকুমুস সালাম । সবাই বসো এখন শোনো আগে আমার পরিচয় দিই তারপর এক এক

 করে তোমাদের পরিচয় নেব । তো আমার নাম মোঃ লোকমান হাকিম । আমি তোমাদের বাংলা ক্লাস

 নেব । তোমরা কি বুঝছো ? এই যে প্রথম বেঞ্চে বসে ছেলে তোমার পরিচয় দাও । 

রনি : আমার নাম রনি । ঠিক আছে । আমার বাবার নাম মতলব সেন । ঠিক আছে । আমার মায়ের 

নাম সাফিয়া বেগম । ঠিক আছে ।

স্যার : ধুর ঠিক আছে বলা বাদ দাও তো ।

 রনি : জি স্যার । ঠিক আছে । 

স্যার : না , ঠিক নাই এতবার ঠিক আছে বলার কোন দরকার আছে ?   

রনি : না স্যার । ঠিক আছে । 

স্যার :হইছে , এখন বসো । এই যে ছেলে তোমার পরিচয় দাও ।

কুদ্দুস : আমার নাম কুদ্দুস । আমার বাবার নাম গুরু মিয়া । 

‘পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল ‘

 স্যার : তোমার বাবার নাম কি সত্যিই গরু মিয়া ?

 কুদ্দুস : জি স্যার ।

স্যার : আচ্ছা তারপর বল ।

 কুদ্দুস : আমার মায়ের নাম খুটুনি বেগম ।

‘পুরো ক্লাস আবারও হাসিতে ফেটে পড়লো ‘

স্যার : সবাই চুপ । এই কুদ্দুস বসো । এই যে শোনো কার নাম নিয়ে মজা করতে হয় না ।                                              

বুঝেছ ? 

এইভাবে ধীরে ধীরে সবার পরিচয় নেওয়া শেষ হলো 

স্যার : তাহলে আজকের মতো ক্লাস এইখানেই শেষ হোক । আচ্ছা ।

Comments

    Please login to post comment. Login