পোস্টস

কবিতা

আমার একটা গল্প ছিলো

১ জুলাই ২০২৪

রেজওয়ান আহম্মেদ

আমার কিছু গল্প ছিলো,

সে গল্পে অনেক স্বপ্ন ছিলো।

আমার কিছু স্মৃতি ছিলো,

স্মৃতির পাতায় একরাশ ভালোবাসা ছিলো।

আমার কিছু ইচ্ছে ছিলো,

সে ইচ্ছের ডানায় কত কল্পনা ছিলো।

আমার কিছু দুঃখ ছিলো, 

সে দুঃখে কত অভিপ্রায় ছিলো।

আমার কিছু গান ছিলো,

সে গানে কত শত কলি ছিলো।

আমার কিছু সত্য ছিলো,

সে সত্যে কিছু ভালোবাসা ছিলো।

আমার একটা শহর ছিলো,

সে শহরে একটা পাখি ছিলো।

আমার কিছু সুখ ছিলো,

সে সুখে একটা পাখির অস্তিত্ব ছিলো।

আমার কিছু কথা ছিলো,

সে কথায় কিছু অব্যক্ত শব্দ ছিলো।

আমার একটা আমি ছিলো, 

সে অস্তিত্বের একটা নাম ছিলো। 

আমার একটা গল্প ছিলো,

সে গল্পে সবই ছিলো, 

শুধু আমার সৌভাগ্য ছিলো না।