পোস্টস

কবিতা

অমসৃণ পৃথিবী

২ জুলাই ২০২৪

রেজওয়ান আহম্মেদ

পৃথিবীর পথে পথে হাজারো গল্প তৈরী হয়,

জেগে উঠে শত শত স্বপ্ন;

গল্পের চিত্রপটে কেউ জর্জরিত, 

কেউ বা আবার হাসি-আনন্দে মুখরিত। 

প্রতিটি ইটের দেয়ালে লেখা হয়;

উচ্চবিত্ত-মধ্যবিত্ত-নিম্মবিত্ত।

উঁচু নিচু এই অমসৃণ পৃথিবীতে, 

এক বৃত্তে আবদ্ধ জাতি, ধর্ম, বর্ণ আর কর্ম,

এখানে খুব অস্পষ্ট জীবনের মর্ম।

এখানে আমরা অতি নগন্য পুতুল,

সুখ-দুঃখ, চাওয়া না পাওয়ায় 

দিনরাত্রি গুলো ব্যাকুল।

এখানে হিসেব বড্ড জটিল,

মানুষের সাথে মানুষের বিভেদ;

 বৈষম্য আর অমিল।