কে বলেছে বৃটিশরা চলে গেছে!
চলে গেছে আমার ন্যায্য স্বাধিকার দিয়ে!
না! স্বাধীনতা পাইনি নৈতিকভাবে,
রক্ত দিয়েছি!
সম্ভ্রম দিয়েছি!
মোরা পেয়েছি এক টুকরো ভূ-খণ্ড মাত্র!
বৃটিশ বেনিয়ারা চলে গেছে,
অত্যাচারী পাকিরাও গেছে চলে !
কিন্তু রেখে গেছে -
তাদের উত্তরসূরি ভয়ংকরী প্রেতাত্মা!
তারা এখন আর নীলচাষ করে না!
করের বোঝা বাড়িয়ে দিয়ে
নগ্ন বাঙালির বুকে চাবুক মারে না !
তারা আর নীলনকশা করে বাংলার বুক-
দুর্ভিক্ষের কালো ছাঁয়ায়
আচ্ছাদিত করে না!
এখন তারা নব্য বেনিয়ার জাত!
নব্য তাদের রক্তচোষা নীতি!
কথায় কথায় এরা এখন
দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়,
সিন্ডিকেটের নামে এরা গলা কাটে বাঙালির!
হতাশার পাথর চাপিয়ে দেয়
ভঙ্গুর পাঁজরে!
ওষুধের দাম বাড়ে!
যানবাহনের ভাড়া বাড়ে!
মৌলিক চাহিদাগুলো আকাশচুম্বী,
উন্মত্ত ঘোড়ার সাথে পাল্লা রেখে!
গরীব আরও গরীব হয়!
মধ্যবিত্ত শ্রেণী বিলুপ্তির পথে
ডাইনোসরের মতোই!