পোস্টস

গল্প

অপ্রাসঙ্গিক (প্রিমিয়াম)

২ জুলাই ২০২৪

সোহেল মাহরুফ

মূল লেখক সোহেল মাহরুফ

রাহুল অবাক হয়ে যায়। এসব সেই কবেকার কথা তবু এখনও তার চোখের সামনে ছবির মত দৃশ্যমান। ভাবে এসব ছোট ছোট ছেলেমানুষী, ছোট ছোট কষ্টগুলো কত মজার, কত রোমাঞ্চকরই না ছিল। কিন্তু তখন এসব কিছুই বুঝতে পারেনি। আজ এই এত বছর পরে তার ইচ্ছে করছে আবার সেইসব দিনের মধ্যে হারিয়ে যেতে। সে কল্পনাতে সত্যি সত্যিই সেসব দিনের মধ্যে হারিয়ে যায়। সেইসব ছেলেমানুষীর কথা ভেবে এখন শুধু হাসিই পায়। মনে পড়ে- ছোটবেলা সে দাদির কাছে গল্প শুনতো। দাদি একদিন বলেছিলেন- পৃথিবীতে পুণ্য করলে পরকালে বেহেশত পাওয়া যায়। সেইখানে দুধের নদী আছে, ফলমূলের গাছ আছে আর আছে হুর। সেখানে মানুষ যা চায় তা ই পায়।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।