Posts

কবিতা

স্বচ্ছ ভালোবাসা

July 2, 2024

রেজওয়ান আহম্মেদ

212
View

যখন আমার চিন্তা জগতে তোমার ভালোবাসার গল্প,

তখন বিষাদের বিষে উল্লাসিত হয় আমার সকাল,

হৃদপিন্ডের প্রকোষ্ঠগুলো নীল হয়ে থাকে 

তোমার ভালোবাসার আবেশে।

দখিনা বাতাসে ঝড়ে যাওয়া পাতার ভাঁজে

 তোমাকে খোঁজা হয়না,

আমি তোমায় খুঁজে বেড়াই নীল আকাশের গভীরতায়। 

তোমাকে ভালোবাসায় আমার মন বিষন্ন হয়না,

 তোমার ভালোবাসায় আমার মন 

শিশিরের শীতলতায় সিক্ত হয়। 

আমি তোমার ছোট গল্প, 

উপন্যাস কিংবা কবিতা হতে চাই না;

আমি তোমার ছায়া হতে চাই।

তোমাকে উঞ্চতায় জড়ানো সবুজ পাতায় খুঁজে পাই। 

আমি তোমার রাতের স্বপ্ন বা কল্পনা হতে চাই না। 

আমি তোমার বাস্তবতা হতে চাই।

আমি তোমায় পাহাড় কিংবা সমুদ্রের বিশালতায় খুঁজি না, 

আমি তোমাকে পৃথিবীর প্রতিটা বালুকণায় খু্ঁজে পাই। 

আমি তোমায় ভালোবেসে 

স্বচ্ছ ভালোবাসায় পূর্ণ হতে চাই।

Comments

    Please login to post comment. Login