Posts

কবিতা

সম্ভাবনা

July 2, 2024

রফিকুল ইসলাম বাদল

163
View

মেঘ খেলে যায়

ধুলো-মাটি ওড়ায় বাতাশ

সবুজ মাঠে ছন্দ তুলে 

বৃষ্টি ঝরায় আকাশ।

চারপাশে ঝরে পড়ে তারি সাথে

নানান সময়

ঘোলাটে ধূসর পুরনো রঙিন দিন

ছায়া-রৌদ্র-বৃষ্টিময়।

অনাগত দিন হোক আলোকিত 

সবুজ মনের ভাবনা

নদী হেঁটে যায় দিন টলমল 

মাঝে বেঁচে থাক সম্ভাবনা।

Comments

    Please login to post comment. Login