Posts

কবিতা

সময়ের হাত ধরে (Premium)

July 2, 2024

linkon abrar

Original Author মোঃ জিয়াউর রহমান লিংকন

Translated by মোঃ জিয়াউর রহমান লিংকন

0
sold
ব্যাচ -৯৫
সময়ের হাত ধরে

লিংকন
৩০/০৫/২০২৪

সময়ের হাত ধরে -
উল্কাগতিতে ছুটে চলুক না বয়সটা!
যাক না পেরিয়ে হাজার বছর !
তবুও একটা ছেলেমানুষি থাকুক,
থাকুক সবুজ মনের ভেতর,,,

ঐ যেমন থাকে-
কালো কালির আঁচরে লেখা
মায়াবী চিঠিখানা-
সযতনে হলুদ খামের মাঝে!

প্রজাপতির ডানায় ভর করে -
সেই ছেলেমানুষটা হারিয়ে যাক!
হারিয়ে যাক না,
সকল ব্যস্ততা ভুলে প্রেয়সীর হাত ধরে!
হারিয়ে যাক নীল আকাশ পাড়ে!
হারিয়ে যাক স্বচ্ছ নদীর স্নিগ্ধ জলে!
হারিয়ে যাক কাশবনে -
শালিকপাখীদের সাথে!

যাক না বয়স গড়িয়ে !
যাক না হাজার বছর পেরিয়ে!
তবুও অন্তত একটা ছেলেমানুষি থাকুক
সতেজ মনের মাঝে!

শত জড়তা,
শত বার্ধক্য যেনো- স্পর্শ না করে তাকে!

This is a premium post.

Comments

    Please login to post comment. Login