গজদলের রাজধানী ক্ষয়দান্তনগরী। সেখানে জড়ো হয়েছে গজদলের প্রধান প্রধান গোত্রগুলো। সবাই ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। উত্তরের উপত্যকাগুলো আর জান্তবদের বর্ধিষ্ণু জনসংখ্যা সামাল দিতে পারছে না। হয় দক্ষিণে যাত্রা করতে হবে নয়তো আবার উত্তরে যাত্রা করে মিরলাই উপত্যকায় ফেরত যেতে হবে, যেখানে আবির্ভাব হয়েছিল প্রথম জান্তবের। মিরলাইয়ের আদি জান্তবরা কি দক্ষিণের রুক্ষ জান্তবদের সেখানে মেনে নেবে? সংঘাত অনিবার্য!
মাঝে পেরিয়ে গেছে শত সহস্র বছর। উত্তর আর দক্ষিণের দূরত্ব বেড়েছে বহুগুণ৷ এই দূরত্ব যতটা না ভৌগোলিক তার চেয়ে বেশি মনস্তাত্ত্বিক আর জৈবিক।