পোস্টস

কবিতা

আষাঢ়ে গল্প

৩ জুলাই ২০২৪

মো আনছার আলী

মূল লেখক মোঃ আনছার আলী

আষাঢ়ে গল্প 

 

আষাঢ় -শ্রাবণ বর্ষাকাল 

চারিদিকে টালমাটাল 

কালো মেঘের আনাগোনা 

যখন তখন বৃষ্টি। 

 

চারিদিকে কাদা-জল 

থেকে থেকে নামে ঢল 

একটানা বাদলায় 

কী যে অনাসৃষ্টি! 

 

ফোটে ফুল কদম-কেয়া 

গুড় গুড় ডাকে দেয়া 

বিজলির চমকানি 

কেঁপে যায় প্রাণ। 

 

ঝাঁকে ঝাঁকে দেশি মাছ 

আনন্দে করে নাচ 

ব্যাঙগুলো গলা 

ছেড়ে গেয়ে যায় গান। 

 

এমন আষাঢ়ে গল্প 

নয় এ কাহিনী কল্প 

বাস্তবে দেখেছি 

অতীতকালে, 

কত কী যে দেখতে 

হবে কালে কালে!