Posts

কবিতা

কবিতা সময় প্রপঞ্চ

July 3, 2024

জালাল উদ্দিন লস্কর

Original Author জালাল উদ্দিন লস্কর

সময়-প্রপঞ্চ 


জালাল উদ্দিন লস্কর 

নয়ন ভরে অন্ধেরা দেখে এই সময়ে-
খেমটাতালে কোমর দুলিয়ে নাচে খঞ্জ।
বধিরেরও মন মজে মোজার্ট-লালিত্যে-
বোবারাই দাপিয়ে কাঁপিয়ে তুলে মঞ্চ। 
প্রপঞ্চ, প্রতারক সময়ের এ মহা-প্রপঞ্চ।
নষ্টরা এখন উল্লাসে মাতে করে  নির্লজ্জ উৎসব
নষ্টদের জয়জয়কার সর্বত্র নষ্টরা দখলে নেয় সব।

Comments

    Please login to post comment. Login