পোস্টস

বিশ্ব সাহিত্য

❝লেনদেন❞ (প্রিমিয়াম)

২৫ এপ্রিল ২০২৪

এম এ ওয়াহিদ

মূল লেখক এম এ ওয়াহিদ

অনুবাদক এম এ ওয়াহিদ — বই নির্বাসনের রাত্রীগুলো

একটা জীবন কেটে-ই গেলো উদাস পাখির মতো,
সূর্য ডোবার আগে যদি— ঘরে ফেরা হতো।
করের ফাঁক টা ভীষণ রুক্ষ,তাকাই হাতের পানে,
রোজ কতটা বিষাদ জমে— কলম শুধু জানে।
বুকের বা পাশ ব্যথার শৈল্য—তুষার ঝরে রোজ,
জনম জনম চিতায় পুড়ি, নেয়'না কেহ খোঁজ!
অরণ্যময় জীবন আমার, ছায়ার সাথে থাকি,
বাঁশপাতার ঐ লাঙল দিয়ে ভাগ্য রেখা আকি।
বৃথাই ভাগ্য গুনে গুনে— ক্লান্ত হয়ে পড়ি,
সুনীল আকাশ পেরিয়ে গেছে, নাটাই বিহীন ঘুড়ি।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।