Posts

বিশ্ব সাহিত্য

❝লেনদেন❞ (Premium)

April 25, 2024

এম এ ওয়াহিদ

Original Author এম এ ওয়াহিদ

Translated by এম এ ওয়াহিদ — বই নির্বাসনের রাত্রীগুলো

0
sold
একটা জীবন কেটে-ই গেলো উদাস পাখির মতো,
সূর্য ডোবার আগে যদি— ঘরে ফেরা হতো।
করের ফাঁক টা ভীষণ রুক্ষ,তাকাই হাতের পানে,
রোজ কতটা বিষাদ জমে— কলম শুধু জানে।
বুকের বা পাশ ব্যথার শৈল্য—তুষার ঝরে রোজ,
জনম জনম চিতায় পুড়ি, নেয়'না কেহ খোঁজ!
অরণ্যময় জীবন আমার, ছায়ার সাথে থাকি,
বাঁশপাতার ঐ লাঙল দিয়ে ভাগ্য রেখা আকি।
বৃথাই ভাগ্য গুনে গুনে— ক্লান্ত হয়ে পড়ি,
সুনীল আকাশ পেরিয়ে গেছে, নাটাই বিহীন ঘুড়ি।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login