পোস্টস

কবিতা

নিমন্ত্রন (প্রিমিয়াম)

৪ জুলাই ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

নিমন্ত্রণ

লিংকন
০৪/০৭/২০১৮

প্রথম দেখাতে চোখ ফেরাতে পারিনি,
পারিনি মনের দরজায় চাইনিজ কিংবা
জাপানি মডেলের কোন দামী তালা ঝোলাতে।

নায়াগ্রা জলপ্রোপাতের মতোই
পিটুইটারি গ্রন্থির হরমোন,
শুষ্ক নদীর ধুঁ ধুঁ বালির চর পড়া বুকে,
প্রেমের জোয়ার তুলেছে বারবার।

কৃষ্ণচূড়ায় ফুল ফুটেছে বছরের পর বছর,
সোনালু ফুলও থেমে থাকেনি ফুটেছে সেও,
থেমে থাকেনি জারুল পলাশ কিংবা শিমুল,
কোকিলের ডাকে বসন্তও এসেছে বারবার,
কিন্তু খরস্রোতা নদীর স্রোত ভেঙ্গে মাত্র,
বারো ইঞ্চি রাস্তা পেরিয়ে অনুভুতিগুলো,
বের হতে পারেনি হৃদপিন্ডের প্রকোষ্ঠ থেকে,
পারেনি বলতে -" ভালোবাসি তোমায় "।

আচ্ছা তোমারও কি এমন হতো?
এই আমার মতো, বলতে না পারার
দগদগে ক্ষতের অসহ্য কষ্টগুলো,
সয়ে যাওয়ার মতো?

কি জানি হয়তো তুমি এসব নিয়ে
কখনও ভাবই নি !
কিংবা ভাবলেও প্রকাশ করোনি!

ব্যস্ততম শৃঙ্খলিত বন্দী জীবনে চলার পথে,
আজ হাজার বছর পর যখন অপ্রত্যাশিত,
কিন্তু বহু কাঙ্খিত সেই আবার দেখা তোমার সাথে,
অথচ কোন পার্কে নির্জনে বসে গল্প করা কিংবা
কোন কফিশপে কফি পান করতে করতে
কথা বলাও হলো না।

তুমি যদি বলো লক্ষ লক্ষ মাইল কিংবা,
যোজন যোজন দূর পাড়ি দিতে পারি,
শুধু তোমার সাথে দুটাে কথা বলবার জন্য,
এক সাথে বসে কফি পান করবার জন্য।
লোভ সামলাতে পারি না আমি।

ডাকবে আমায়, তোমার কোন
এক অবসর দিনে!!!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।