ধুূসর আঁধার!
লিংকন
০৩/০৭/২০২৪
অর্ধমৃত লাশটাকে ছিঁড়ে খায় শকুনেরা!
ছোঁ মেরে যায় বাজপাখীদের দল!
চোখ বুজে ঘুমায়
- গদগদে শুকুরেরা!
শুষ্কতা দিকেদিকে!
বৃষ্টির তীব্রতা!
তবুও যেনো চৌঁচির চারদিক!
আতঙ্কিত বাবুই পাখী
চুপটি করে থাকে সবুজখাঁচায়!
ডানামেলার সাহস হারিয়ে ফেলে,
মেরুদন্ড খুঁজে সহসায়!
উত্তর আকাশ ঘনমেঘে ছাওয়া,
ধূসর আঁধার!
আলো নেই!
নেই ক্ষ্ণীণ আশা!
অর্ধমৃত লাশটাকে ছিঁড়ে খায় শকুনেরা!
তবুও গদগদে শুকুর ঘুমায় নিশ্চিন্তে!
অন্ধকারেই ঢেকে যায় সব !
আতঙ্কে কেঁপে উঠে শালিক পিয়ালীদের ডানা!
এটি একটি প্রিমিয়াম পোস্ট।