রৌদ্র দিনে!
"""""""""""""""""""""
লিংকন
প্রিয়তমা কোন এক
রৌদ্রঝরা দিনে,
ঘামে ভেঁজা টি শার্ট আর
হাতে একটা ব্যাগ নিয়ে,
এলোমেলো উষ্কখুষ্ক চুলে
দেখবে ঠিকই হাজির হয়েছি
তোমার সদর গেটে ।
কলিংবেলের শব্দে,
মনের গহীন কোন হতে
উপলব্ধি করবে তুমি,
দাঁড়িয়ে আছি আমি।
দেখা হবে প্রিয়তমা উত্তপ্ত রোদে
তোমার আমার,
মুচকি হেসে বলবে তুমি,
" ভিতরে এসো,
ঠিকানা খুঁজে পেয়েছো তবে "।
তোমার নীল শাড়ির আঁচলে
আমার লবনাক্ত ঘাম
মুছতে মুছতে বলবে,
" পাগল কোথাকার "।
আমি হেসে বলবো,
"তুমিই তো করেছো আমায়"।
প্রিয়তমা দেখা হবে ,
রৌদ্রময় দিনে।
৫/৭/২০১৭
This is a premium post.