পোস্টস

কবিতা

রৌদ্র দিনে (প্রিমিয়াম)

৫ জুলাই ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

রৌদ্র দিনে!
"""""""""""""""""""""
লিংকন

প্রিয়তমা কোন এক
রৌদ্রঝরা দিনে,
ঘামে ভেঁজা টি শার্ট আর
হাতে একটা ব্যাগ নিয়ে,
এলোমেলো উষ্কখুষ্ক চুলে
দেখবে ঠিকই হাজির হয়েছি
তোমার সদর গেটে ।

কলিংবেলের শব্দে,
মনের গহীন কোন হতে
উপলব্ধি করবে তুমি,
দাঁড়িয়ে আছি আমি।

দেখা হবে প্রিয়তমা উত্তপ্ত রোদে
তোমার আমার,
মুচকি হেসে বলবে তুমি,
" ভিতরে এসো,
ঠিকানা খুঁজে পেয়েছো তবে "।
তোমার নীল শাড়ির আঁচলে
আমার লবনাক্ত ঘাম
মুছতে মুছতে বলবে,
" পাগল কোথাকার "।
আমি হেসে বলবো,
"তুমিই তো করেছো আমায়"।
প্রিয়তমা দেখা হবে ,
রৌদ্রময় দিনে।
৫/৭/২০১৭

এটি একটি প্রিমিয়াম পোস্ট।