Posts

কবিতা

পরাণ পাখি

July 6, 2024

রফিকুল ইসলাম বাদল

420
View

১.

পরাণ পাখি, পরাণ পাখি 

নদীর ধারে, একলা বসে কাঁদছ কী!

গল্প শোনাই, আকাশ বুকে কান পাতো;

হাতটা বাড়াও, হাতের উপর হাত রাখি।

বুকটা টেনে, শ্বাস নিলে টের পাবা

তোমার সাথে, আমার থাকা রাত দিবা।

গোমড়া মুখে তা’ও কেন চাঁদ মুখী;

একটু হাসো আমার সাগর নদ নদী।

পরাণ পাখি, পরাণ পাখি, 

আমার পরাণ পাখি।

২.

রোজ রোওজ

প্রতি রাতে 

দিতে জান।

যদি রাজি জানি

দিবো জেনো 

গোলাপ বাগান।

নিতে চাও

মালি হবে এসো তবে

দেব উদ্যান ।

রাতের শীতে

নাক ডাকা ঘুম ভেঙ্গে

বরফজল কামান।

তুমি আমি যাব ভেসে

জলের গভীরে

সমান সমান।

Comments

    Please login to post comment. Login