রক্ত দিয়ে কেনা!
লিংকন
০৬/০৭/২০২৩
রক্ত দিয়ে পেয়েছি মাটি!
রক্ত দিয়ে দেশ!
দেশের স্বাধীনতা রক্ষা করতে,
হোক না জীবন শেষ!
ইঞ্চি ইঞ্চি মাটি শুধু নয়
এ যে আমার মাতৃভূমি !
সকল বৈষম্যের অবসান করে,
গাই স্বাধীনতার জয়ধ্বনি!
দেশপ্রেমের চেতনা জাগ্রত হোক,
সবার মনে প্রাণে!
তবেই যেনো অর্থবহ হবে!
আমাদের স্বাধীনতার মানে!
This is a premium post.