বিপন্ন গনতন্ত্র!!
লিংকন
০১/০৭/২০১৯
চারদিকে চলছে খুনিদের তান্ডব,
ধর্ষনের স্বর্গরাজ্য যেনো দেশ।
অপরাজনীতির নীল বিষে
পঁচে গেছে শির,
অনৈতিকতার থকথকে পোঁকা,
মস্তিস্কে করে ভির।
নির্যাতিতার আত্মত্যাগ -
নাইলন রশির প্যাঁচে,
কিংবা চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে।
দুষ্ট ক্ষমতার পেশিশক্তিতে,
আইন আদালত আজ নির্লিপ্ত,
বিচারের নামে চলে প্রহসন!
আইনের দালালগুলোর মিথ্যে প্রচার,
অপরাধীকে নির্দোষ প্রমান করার।
এ যেনো টাকার নেশায়,
নিজ মা-বোনের ধর্ষক খুনির পক্ষে
নির্লজ্জের মতো দাঁড়ানো।
আইন শৃংখলা আজ নির্বাসনে,
উন্নয়নের সাথে অনৈতিকতা
পাল্লা দিয়ে বাড়ে,
দেশ আজ খাঁদের কিনারায়,
ধুঁকেধুঁকে মরে।
যেন আজ এই কথিত গনতন্ত্রের,
এই বিপন্ন দেশে আমার বসবাস,,,,
This is a premium post.