পোস্টস

কবিতা

চলে এসো প্রিয়তমা (প্রিমিয়াম)

৭ জুলাই ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

প্রিয়তমা--
তোমার শহরে চলে-
নীল আকাশ দখলের প্রতিযোগিতা!
চলে চাঁদের আলোর সাথে,
সোডিয়াম বাতির অভিযোগ অভিমান!
তোমার শহরে পাখী ডাকে না,
বসন্তের আগমন নেই হাজার বছর ধরে!
চারদিক রুক্ষ শুষ্ক মলিন!
সেখানে এখন বসে না প্রজাপতির মেলা!
রাতের স্নিগ্ধতা রুপ নিয়েছে রুক্ষতায়!
মানুষ মানুষের ভেদাভেদ -
আজ মানুষকে করেছে মনুষ্যত্বহীন।

প্রিয়তমা-
চলে এসো আমার নীল আকাশে।
চলে এসো আমার সবুজ প্রাণবন্ত শহরে!

এখানে পাবে তুমি বসন্তের গান!
পাবে কোকিলের কুহুতান!
চৌঁত্রের দাবদাহে পাবে তুমি-
শীতল বাতাসের ছোঁয়া!
পিচঢালা পথ নয়,
এখানে পাবে দুর্বাঘাসের সবুজের গালিচা!
পদ্মপুকুরে পাবে- স্বচ্ছজলের হাতছানি!
নীল আকাশে পাবে - পাখীর ডানার শব্দ!
পাবে মন ভেঁজানো ঝিরঝিরে বৃষ্টি!

চলে এসো প্রিয়তমা!
চলে এসো আমার হৃদয়ের পরে!
তোমায় দিবো আমি ষড়ঋতুর সব রঙ!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।