পোস্টস

কবিতা

আমি বাঁচতে চাই (প্রিমিয়াম)

৭ জুলাই ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

আমি বাঁচতে চাই!

লিংকন

এখানে আলো আছে!
আলোর স্নিগ্ধতা নেই!
আলোর মাঝে দেখি
- ঘন আঁধারের হাতছানি!

এখানে বাতাস আছে!
বাতাসে বিশুদ্ধতা নেই!
বাতাসের মাঝে দেখি
- বিষের মাখামাখি!

এখানে নীল আকাশ আছে!
নীলের মাঝে শুভ্রতা নেই!
খোলা আকাশে দেখি
- পাখীদের পায়ে বেড়ি!

এখানে জল আছে!
জলের মাঝে নেই জীবনের ছোঁয়া!
জলের মাঝে দেখি
- মৃত্যুর প্রতিচ্ছবি!

আমি সোনালী আলো চাই!
আমি বিশুদ্ধ বাতাস চাই!
আমি খোলা আকাশ চাই!
চাই সুপেয় জল!

আমি বাঁচতে চাই!
চাই বেঁচে থাকার নুন্যতম অধিকার!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।