পোস্টস

কবিতা

রক্ত গ্রহ (প্রিমিয়াম)

৭ জুলাই ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

রক্তগ্রহ

লিংকন

নীল পৃথিবী আজ রক্তাক্ত,
পানি নেই, পানি নেই কোথাও,
যেনো নদীতে বয়ে চলে,
মানবতা আর মানুষেরই
লাল রক্তের স্রোত।

গোলাপ ফোটে, শিউলী ফোটে,
ফোটে রজনীগন্ধা গন্ধরাজ।
কিন্তু সুবাস কোথায় তাতে,
বাতাসে ভাসে তো
পোঁড়া লাশের গন্ধ।

শালিক ময়না ঘুঘু কোকিল কিংবা
দোয়েলের মধুর সুর
আর কানে শুনি না,
শুনি না রাখালের
করুন বাঁশির সুর।

কানে আসে আজ,
ধর্ষিত বোনের আর্তনাদ!
মৃত্যু যন্ত্রণায় গলাকাটা
দেহের গোঙ্গানোর শব্দ!
শুনি শিশু মানুষের,
করুন আর্ত চিৎকার।

শুভ্র সতেজ বাতাস
দেখি না আর,
দেখি না সাদা মেঘের
ভেলা চরানো,
নীল খোলা আকাশ।

দেখি ঘর পোড়া আগুনের
লেলিহান শিখা আর
কালো ধোঁয়ায় আচ্ছাদিত আকাশ।

মানবতার কথা শুনি না আজ,
শুনি না -" সবার উপর মানুষ সত্য,
তাহার উপর নাই " কিংবা
" জীব হত্যা মহাপাপ"
নামক অমর বাণী।

এখন শুধু শুনি নর খাদক
দানবের উল্লাস,
দেখি মানুষের রক্তে আজ
মানুষই হোলি খেলায় মত্ত।

বিশ্বজনীন মানবতা দেখি না,
দেখি তাদের নির্লুপ্ততা আর
দেখি শুধু সীমান্তুের কাঁটাতারে
বুলেটের আঘাতে ধুকেধুকে মরে মানুষ!
মরে মানুষের মনুষ্যত্বতা।

দেখি নিজ মাতৃভূমিতে দখলদার বেনিয়াদের ধ্বংসলীলা!
দেখি লাশের পর লাশ আর রক্তের খেলা!

নীল পৃথিবী যেনো নীল নেই আর,
লাল রক্ত শোষনে শোষনে,
সেও রক্ত গ্রহে পরিনত আজ।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।