ফটোকপির মতো দিনগুলা আসতেছে,
রেডিওতে প্রতিদিন হেমন্ত মুখোপাধ্যায়
বিছানায় ঘাম
বেগনী দাঁড়কাক ডাকতেছে খুব ভোরে
একোরিয়মের বুদবুদ
আরেকটা দিন
সূর্য আবারো আসতেছে
নদী আসে
সবই ঘোরে,
কেবল মানুষই যেতে পারে ফিরে আসার প্রতিশ্রুতি না রেখে।
83
View