Posts

কবিতা

টাকা নাই তাই অভিশাপ দিচ্ছি

July 8, 2024

মিলু

Original Author কৌশিক মজুমদার শুভ

179
View

আমার একটা জীবন আমি অভিমান করে কাটাইয়া দেবো, তোমারে ভুলে যাইতে চাবো, কিন্তু যাবো না- গলায় কাঁটা হইয়া তুমি আটকাইয়া থাকবা। 

তোমারে ডাক দিতে গিয়ে আওয়াজ হজম ফেলবো পাকস্থলীতে, তোমারে ধরতে যাবো পারবো না, তোমার চারদিকে কাঁটাতারে ঘেরা সীমান্তপ্রদেশ। 

তোমারে মনে পড়লেই আমি অনেক অনেক অভিশাপ গিলে নেবো, দেখা হলেই তুলে দেবো প্রতিহিংসার ডালা, এমন চাইবো যেন আমার চেয়েও বেশি খারাপ থাকবে তুমি। যেন তোমার স্বামী হবেন শহরের সবচেয়ে লম্পট, তুমিও যেন বুঝতে পারো একাকিত্বের কুঘ্রাণ। যেন শহরের সব বাতি নিভে গেলে জানালার গ্রিল ধরে তুমি চেয়ে থাকো, যেন পৃথিবী নিভে যাচ্ছে তোমার কাছে, বিষন্নতায় মরতে চাবে তুমি কিন্তু দেখবে শহরের সব বিষের দোকান বন্ধ হয়ে যাবে।

Comments

    Please login to post comment. Login