তোমার চলে যাওয়া আমারে দুঃখভারাক্রান্ত করে।
আমি দুঃখে খাই, দুঃখে ঘুমাই, দুঃখের সাথে ওঠাবসা।
দুঃখ চাবাইতে চাবাইতে আমার দাঁতগুলা নড়তে থাকে,
দুঃখে আমার চুলগুলা পাকতে থাকে,
দুঃখে দুঃখে পঁচতে থাকে প্লীহা।
এইভাবে আমি নিষ্পাপ মরে যাই।
শুনছি, বেহেশতে দুঃখ আমারে স্পর্শ করবে না-
এর চেয়ে দুঃখের আর কি হইতে পারে?