Posts

কবিতা

সব কিছু ভাইঙা যায় সম্পর্কের মতো

July 8, 2024

মিলু

Original Author কৌশিক মজুমদার শুভ

84
View

ভাইঙা চুইরা যাইতেছি, যেইভাবে হয়তো ভাঙে নাই টুইনটাওয়ারও~ মনের স্ট্যাকচার গুঁড়া হইয়া সুড়কির মতো উইড়া যাইতেছে লাল হাওয়ায়~ ভাইঙা চুইরা যাইতেছি, তছনছ হইয়া যাইতেছি যেন, শাদ্দাদের মতোন এমন ধ্বংস কোনোদিন আর দ্যাখে নাই কেউ। ভিতরে ভিতরে ভাঙতেছি~ ভীষণ রকমের ভাঙতেছি~ যেন হাইড্রোলিক প্রেসার ছাতু কইরা দিতেছে মন, ভিতরে নক্ষত্রে জ্বলতেছে লাল বামন, ভীষণ জ্বলতেছে হাজারকে আগ্নেয়গিরি~ ভিতরটা ফাটতেছে হিরোশিমা নাগাশাকির বিস্ফোরক এটমের মতো~ এতোটা তছনছ হইয়া যাইতেছি, যেমনটা হয় নাই টুইনটাওয়ারও।

Comments

    Please login to post comment. Login