পোস্টস

কবিতা

তারে জানাও আমি মরে গেছি

৮ জুলাই ২০২৪

মিলু

মূল লেখক কৌশিক মজুমদার শুভ

মনে হয় মরে যাই, কেউ জানুক সবকিছু- কেমন খারাপ আছি, কেমন ধুঁকতে ধুঁকতে মরে গেছি, কেমন অস্থিরতায় ছাড়িয়ে যেতো খাবার সময়, কেমন অনিয়ম করে রোগা হয়ে গেছি। কেমন না ঘুমিয়ে চোখে কালি পড়ে গ্যাছে- আমি চাই কেউ জানুক সবকিছু। 

জানুক কিভাবে বাস্তুহারার মতো কাটছিলো দিনগুলা, কেমন পাড়ার লোকেরও মায়া হতে শুরু করেছিলো আমার উপর, কেমন কাশির ধকলেও সিগারেটের ধোঁয়া বের হোতো নাকমুখ দিয়ে, জানুক কিভাবে দিনরে রাতে, রাতরে দিন কইরা কাটছিলো সময়। আফসোস হোক নাহোক, আমি চাই কেউ জানুক, কাউরে জানাবার জন্য আমার মনডা মরার জন্য উতলা হৈতেছে কেবল।