মেরুন প্রহর~ নৈঋত চাল~ ঢালাঢিলা ফ্রক~
সরুবাঁকা ডাল~ তুলোট অধর~ কার্পাস বন~ অন্ধ কিশোর~ জল নির্জন~ কান্তার চাঁদ~ ফাঁসুরের মাঠ~ বৈকাল জ্বর~ বাসিপঁচা কাঠ~ গোলগোল রোদ~ কবরের হাঁড়~ চকচকে নদ~ সুদূর পাহাড় ~ বাজে এস্রাজ~ এংসাজ বন~ বীণ নির্ভার~ মন্দপ্রবণ~ মৃদুস্বরে গান~ দিগন্তে কার্ভ~ গ্রামোফোন পিন~ ডিস্কচাপা নার্ভ~ গমক্ষেতে কোট~ তাড়ুয়ার গায়~ চুনমাখা মুখ~ রোজ হ্যাটকায়~ এপ্রকার সিন~ স্টেরোটিপিকাল~ সাদাবেড়া ভাঙা~ ভেড়াদের পাল ~ ভুট্টার গাছ~ ভ্যানগগ হাঁস~ পেখমের শীত~ পিককের লাশ~ রাতজ্বর ভর~ মিস্টার বিন~দুপুরের ভোলা~ সুইসাইড সিন।
76
View