Posts

কবিতা

তাঁর ছেঁড়া ট্রানজিস্টার

July 9, 2024

মিলু

Original Author কৌশিক মজুমদার শুভ

68
View

ডুবে যাচ্ছি ক্রমশ কবরে,
অথচ নৈসর্গ্য সাবলীল ছিলো;
যাচ্ছিলাম;
মাথায় ভেঙে পড়লো শহর,
মাথায় ভেঙে পড়ে রাষ্ট্র ও জল্লাদ-
ক্রমশই ডুবে যাচ্ছি নৈরাশ্যে; অথচ নৈরাজ্য স্বাভাবিক ছিলো;
ডুবে যাচ্ছি ক্রমশ অপরাষ্ট্রের জ্বরে, অপভ্রংশ ভেঙে পড়ছে মাথায়;
ভাঙাচোরা ঘাড় নিয়ে এগোচ্ছি; রেডিয়োর ডিস্টার্বে বেড়িয়ে যাচ্ছে ইস্ক্রুপ-
ডুবে যাচ্ছি অসংবাদের ড্রেনে; দরজা থেকে তুলে দিয়েছি ঘন্টা-
কেউ কাক ছেড়ে রেখেছে ছাদেঃ
ফলত চৌকো বারান্দায় আটকে আছি- পেটিকোট, ব্রাসিয়ারে ঢেকে যাচ্ছে মুখাবয়ব,
অতল ঘুমে নেতিয়ে পড়েছে সন্ধ্যা;
অথচ ঝড় ও বৃষ্টি সাবলীল ছিলো।

Comments

    Please login to post comment. Login