Posts

কবিতা

বিচ্ছেদের গান

July 9, 2024

মিলু

Original Author কৌশিক মজুমদার শুভ

69
View

এখন-
বৃষ্টি ঝরে, কারো চোখের রঙ-
দীঘির জলে কচুরফুলী নাচ,
ঝিমিয়ে গেছে ছাদেরনিচে রোজ
দৃষ্টিগোচর লাশের গাড়ির পাশ-

লেকেরপাশে দাঁড়িয়ে আছি আমি
বৃষ্টিপাশে গড়াচ্ছে সাইকেল
এম্বুলেন্সে লেপ্টে গেছে ফুল
অবিরত বাজাচ্ছে কেউ বেল-

হাঁটুজলে ডুবছে কারো স্মৃতি
বৃষ্টিপরের আধভেজা ন্যাপকিনে
পলিথিনে ভাসছে আবার নাম
সর্দিদিনের এন্টিহিস্টামিনে-

রিকশাভেজার অদূরবর্তী জ্বর
বেহাগসিক্ত অনঙ্গ টনসিলে
মনের মতো ভাঙছে সড়কগুলা
পাঁজরজুড়ে আঘাত করা সিলে।

Comments

    Please login to post comment. Login