তুমি যে ভালোবাসার,
শীতল জলে ভিঁজতে চেয়েছো,
তা আজ দূষিত কালোজল,
অশ্লীলতার ছোঁয়ায়।
যেখানে তুমি ফোটাতে চেয়েছো
হাজারো লাল গোলাপ,
সে ভালোবাসার দোঁআশ মাটিও
আজ অনুর্বর ঊষর।
সেখানে এখন গোলাপ ফোটে না,
সে মাটি আজ মরুভূমিতে পরিনত,
আধুনিক কালের ডিজিটাল
ভালোবাসার দূষণে পড়ে।
এখানে জন্মে এখন যন্ত্রনাময়
বিষাক্ত ক্যাকটাস ।
যে উন্মুক্ত নীল আকাশে
সাদা মেঘের ভেলায়,
স্বপ্ন সূখের ডানা মেলে,
উড়তে চেয়েছো তুমি,
সে আকাশও আজ
লোভাতুর লজ্জাহীন স্বপ্নগুলো,
লাভ ক্ষতির হিসেবে নিয়ে ব্যস্ত।