পোস্টস

কবিতা

তালাশ (প্রিমিয়াম)

৯ জুলাই ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুগল্প ( তালাস)
""""""""""""""""""""""""""""""""
লিংকন

কৃষ্ণকলি তোমার অনল
আজ আর ভালো নেই,
পুড়তে পুড়তে সে এখন
বাসি ছাই হয়েছে যেনো।
তার জীবন সুখের পদ্ম পুকুর
জরাজির্ণ আগাছা পূর্ণ,
তলানি জমে জমে,
হাটুজলও আর নেই।

বাইশ বছর আগে সেদিন
তোমার অনল ছিল টগবগে
স্বপ্ন বিলাসি ক্ষমতা লোভী
দাম্ভীক এক যুবক।

প্রেম ভালোবাসা স্পর্শ
করেনি তাকে।
ফুলের ঘ্রাণ টানেনি তাকে,
টেনেছিল প্রানহীন উচ্চাকাঙ্খার ঘ্রাণ,
তাইতো তোমার অমুল্য
হৃদয়ের দাবী,
অগ্রাহ্য করে পাড়ি দিয়েছিল
শুকতারার পানে অসীম
সুখের আশায়।

হ্যাঁ কৃষ্ণকলি,
আমি আজ সবিই পেয়েছি।
গাড়ি বাড়ি প্রভাব প্রতিপত্তি,
কি নেই আমার?

তবুও জীবনের শেষবেলা,
হিসেব কষতে কষতে দেখি,
সবিই যেনো মেকী চাদরে আবৃত।
শূন্যের পানে ধেয়ে চলা
সুখহীন যাত্রায়,
আমি নিঃস্ব অসহায় আর
একাকীত্বে বেঁচে থাকা
নির্জিব এক জীবন্ত লাশ যেনো।

তুমি ঠিকই বলেছো,
স্বপ্নরা বুঝি অধরাই থেকে যায়।
নিভু নিভু জীবনে আমিও
এখন স্বপ্ন দেখি,
রেল লাইনের বাঁকা মেঠো পথে
তোমার কোমল হাতখানি ধরে
সবুজের বুকে হারিয়ে যাই।

হারিয়ে যাই তেপান্তরের মাঠে
গোধূলীবেলা লাল রঙে,
কিংবা তোমায় নিয়ে সারাদিন
ছুটে বেড়াই নীল ফড়িংয়ের পিছনে।
বৃষ্টদিনে তোমায় নিয়ে ভিঁজে,
বর্ষা খেলায

এটি একটি প্রিমিয়াম পোস্ট।