পোস্টস

কবিতা

খোলা চিঠি (প্রিমিয়াম)

১০ জুলাই ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

খোলা চিঠি

লিংকন

প্রিয়ংবদা,
বড় অসময়ে এলে তুমি।
পুব আকাশের তরুন সূর্যটা
আলো ছড়াতে ছড়াতে ম্লান হয়ে
যখন পশ্চিম দিগন্তে ঢলে পড়ছে,
তখন তোমার আগমন।

জীবন নদী যখন শুকাতে ব্যস্ত,
চারদিকে যখন চর জাগছে,
ধুঁ ধুঁ বালুঝর আর লু হাওয়ায়
অস্পষ্ট চারদিক, তখন তুমি এলে।

কি দিবো তোমায় বলো আর,
আমার বুকে কিছু কাশ আর
সাথে ফুটেছে কিছু নীল ঘাসফুল।
নিবে তুমি তা থেকে?
বুক চিরে শীতল পানির
ছোট ধার বয়ে যাচ্ছে,
পান করবে তা থেকে?
আমার বালুময় বিস্তীর্ণ বুকে,
লাগাবে কি লাল নীল নানা রঙের
স্বপ্ন বাসনার সুবাসিত ফুল।
বলো না প্রিয়তমা,
এরপরও কি ভালোবাসবে আমায়?

,,,,,,,,,,,,

এটি একটি প্রিমিয়াম পোস্ট।