যদি তুমি!
""""""""""""""""""""
লিংকন
মোমকন্যা হও যদি তুমি
আসবো না আর কাছে,
মনের কথা তোমায় ছাড়া
শুনি বলবো কার সাথে?
জোনাক যদি হও গো তুমি!
জ্বলবে বনে বনে,
কেমন করে পাবো তোমায়
আমার মনের মাঝে?
সুবাস যদি হও গো তুমি
ছড়াবে বাতাসে,
কেমন করে পাবো বলো
আমার বুকের মাঝে?
বলছো তুমি বাসর হবে
তোমার সাথে আমার,
দুর আকাশের চাঁদ যদি হও
কেমনে হবে আবার?
নদী হয়ে মিশবে তুমি
সাগর সঙ্গমে,
মানুষ হয়ে কেমন করে
মিলবো তোমার সনে?
তাইতো এখন
আসবো না আর,
তোমার কাছে আমি,
প্রিয়তমা থাকো যদি,
আসতে আমি রাজি।
১০/৭/২০১৭
This is a premium post.