Posts

কবিতা

অনুশোচনা

July 10, 2024

linkon abrar

Original Author মোঃ জিয়াউর রহমান লিংকন

Translated by মোঃ জিয়াউর রহমান লিংকন

92
View

চুল পেকেছে গোঁফ পেকেছে
বয়সও গেছে পেকে,
মনের মধ্যে এখন শুধু
ভয় লেগে থাকে, 
না জানি কখন আবার
মরন এসে ধরে।

এ বয়সেও মরতে আমার 
ভীষন ভয় করে। 
বর্ষাকাল এলে পড়ে
অস্থির লাগে মনে।
চারদিক পানিতে ভরা
মাটি নরম থাকে,
কবর খুড়তে ভেঙে পড়ে,
পানিতে  যায় ভরে।
লাশটা আমার রাখবে সেথায়
পানিতে  যাবে ডুবে,
অন্ধকার কবর আমার যদি 
গায়ে ভেঙে পড়ে। 
পোকামাকড় খাবে আমায়,
কতো মজা করে,
কয়েকদিনেই শরীর আমার
পঁচে সরে যাবে।
তাইতো এখন মরতে আমার
ভীষন ভয় করে।

জন্ম থেকে আজ অব্ধি
করেছি কি কোন পুন্য,
হিসেব কষতে গিয়ে দেখি
পাপের বোঝায় আমি জরাজির্ণ।

পার্থিব সুখের আশায় আমি,
আল্লাহকে ভুলে , 
কতো যে পাপ করেছি ভাই,
জেনে শুনে বুঝে।

নামাজ পড়িনি
রোজাও রাখিনি,
চলিনি সোজা পথে,
আল্লাহকে ভুলে গিয়ে
ছিলাম বাঁকা পথে।

সুদ খেয়েছি ঘুষ খেয়েছি 
ঠকিয়েছি মানুষ কতো,
পাওনাদারের হক মেরেছি
দেইনি যতো পেতো।
ভাইয়ের জমি বোনের জমি
নিয়েছি আমি ঠকে,
বাবা মায়ের অবাধ্য ছিলাম
কষ্ট দিতাম তাকে।

যুবক বয়সে রক্তের গরম
ছিল আমার গায়ে,
ইভ টিজিং আর মাদক নেশায়
ছিলাম বুঁদ হয়ে।
বড়দের প্রতি ছিলো না শ্রদ্ধা
স্নেহ ছিলো না মনে,
বেয়াদবি যতো ছিলো
করতাম তাদের সনে।
কতো যে পাপ করেছি আমি
হিসেব পাইনা খুঁজে,
জাহান্নাম ছাড়া এখন আমার
কিবা গতি আছে।

শেষ বয়সে এসে এখন
অনুশোচনায় ভুগি,
কেন আমি ছিলাম ভাই
পাপের পথে ডুবি।
মারতেই যদি হবে আমায়
ভুল করলাম কেন?
চোখের পানিতে চিন্তায় আমার
জীবন এলোমেলো।

আল্লাহ তুমি দয়াময়,
আমায় ক্ষমা করো,
তুমি মহান ক্ষমাকারী
কোথায় বলো যাবো।
১১/০৭/২০১৭

Comments

    Please login to post comment. Login