Posts

গল্প

স্কুল জীবন: নিনাদ এবং দীপিকার প্রেমের গল্প (Premium)

July 10, 2024

Md.Nazmul Hoque

0
sold
নিনাদ যখন দশম শ্রেণীতে উঠল, তার বাবার চাকরির বদলির কারণে তাকে নতুন শহরে আসতে হলো। নতুন শহর, নতুন পরিবেশ, নতুন স্কুল, সবকিছুই তার কাছে নতুন। প্রথম দিন স্কুলে ঢুকে সে কিছুটা নার্ভাস ছিল, কিন্তু তার মধ্যে ছিল অজানা উত্তেজনা। ক্লাসরুমে ঢুকতেই তার চোখে পড়ল দীপিকা, যে ছিল ক্লাসের সবচেয়ে জনপ্রিয় মেয়ে। দীপিকা খুবই মেধাবী, সুন্দর এবং বন্ধুবৎসল ছিল। প্রথম দিন থেকেই নিনাদ দীপিকার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল।

বন্ধুত্বের শুরু

কিছুদিন পর স্কুলে একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হতে চলেছে। নিনাদের বিজ্ঞান খুব প্রিয়, তাই সে মেলায় অংশগ্রহণের সিদ্ধান্ত নিল। দীপিকাও একই প্রকল্পে অংশ নিচ্ছে। এভাবেই তাদের মধ্যে বন্ধুত্বের শুরু হলো। তারা একসাথে কাজ করতে করতে একে অপরকে ভালোভাবে চিনতে এবং বুঝতে শুরু করল।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login