Posts

চিন্তা

মা তোমার জন্য (Premium)

July 11, 2024

linkon abrar

Original Author মোঃ জিয়াউর রহমান লিংকন

Translated by মোঃ জিয়াউর রহমান লিংকন

প্রিয় মা,
মানুষের জীবনে এমন কতগুলো সম্পর্কের সৃষ্টি হয়, যা হয়তো আল্লাহু সুবহানাহু ওয়া তা'য়ালা কতৃক নির্ধারিত, তা না হলে তোমার সাথে আমার পরিচয় হবে কেন বলো।
জানো মা সেদিন যখন আমায় বললে - আজ থেকে আমি তোমার মা, তখন খুব কান্না পেয়েছিলো, বুকের ভিতর চলছিল বোবা কান্নার তান্ডব। তোমায় জড়িয়ে ধরে খুব কাঁদতে ইচ্ছে হচ্ছিলো। কিন্তু পারিনি মা।
জানো মা, সেদিন থেকে মনে হচ্ছে, আমি আমার মাকে আবার খুঁজে পেয়েছি, পেয়েছি মায়ের সব আদর ভালোবাসা।
মা হারিয়ে যাওয়ার পর বাবা যখন আর একজন মা নিয়ে আসলো আমাদের জন্য, ভেবেছিলাম এই মাকেই জড়িয়ে ধরে বাকি জীবনটা পাড় করে দিবো। কিন্তু সে ভাবনা ভাবনাই থেকে গেলো।
বাবা তো এখন নিজেকে নিয়েই ব্যস্ত, দু'ভাই আছে তাদের সংসার নিয়ে! ভালোই আছে তারা সব। শুধু আমি ভেসে আছি এক অনিশ্চিত শুণ্যতায়! সব থেকেও যেনো আমি একা নিঃস্ব!
আচ্ছা মা বলো তো - " মা মানে তো মায়েই", সে তো হবে সবার মা, আর সৎ মানে তো ভালো।
তাহলে সৎ মায়েরা কেন আমাদের আপন করে নিতে পারে না? কেন পারে না মায়ের মমতা দিয়ে নিজের সন্তানের মতো আগলে রাখতে?
সেদিন দেখলাম একটা কুকুর ছাগলের বাচ্চাকে কি পরম মমতায় দুধ পান করাচ্ছে। একটা ভিন্ন প

This is a premium post.

Comments

    Please login to post comment. Login