" বিবেকের রিমোট ওদের হাতে "
লিংকন
১১/০৭/২০২১
আমরা হাসি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে!
আমরা কাঁদিও অন্যের দ্বারা প্রভাবিত হয়ে!
আমাদের আচরনও তেমন,
যেমন তারা চালায়!
দেশ আজ চঢ়ম সংকটে!
চারদিকে ক'রোনার তান্ডব!
শিক্ষালয়গুলো বন্ধ!
সন্তানরা অশিক্ষায় হাবুডুবু খায়!
পড়ালেখার টেবিল ছেড়ে তারা
আজ অনৈতিকতায় লিপ্ত!
বসে থেকে মানুষ আজ মানসিক রোগি!
ক'রোনা আক্রান্ত মানুষ মরছে দলে দলে!
অক্সিজেন নেই!
ডাঃ এর অভাব!
হাসপাতালে সীট নেই!
পেটে ভাত নেই অনেকের!
ব্যবসায়িরা প্লেট মিছিল করছে!
ক্ষুধার জ্বালায় আত্মহত্যা করছে মানুষ!
কেউবা পঁচা কাঁঠালে পেট ভরছে!
মায়ের চিকিৎসার জন্য
রিক্সার প্যাডেলে দশ বছরের বাচ্চার পা!
হাজারো শ্রমিকের বাঁচার করুন আকুতি!
সম্প্রতি কারখানায় মানুষ পুড়ে মরলো
প্রায় ষাটের অধিক!
এখনও বাতাসে লাশের গন্ধ!
স্বজনদের আহজারিতে আকাশ প্রকম্পিত!
তবুও আমাদের বিবেক জাগ্রত হয়না।
আমাদের কান্না পায় না!
আমাদের দুঃশ্চিন্তা চেঁপে ধরে না!
আমাদের সৃজনশীলতা জাগে না!
জাগবে কেমন করে?
রিমোট তো ওদের হাতে!
ওরা আমাদের পরীমনির গল্প শোনায়!
ওরা বুবলির বাচ্চা হলো কিনা তা শোনায়!
ওরা ভারতের কোন নায়িকা
বাংলাদেশে বর খোঁজে
তার গল্প শোনায়!
আমরা তাতেই মজে থাকি!
কোথাকার কোন ব্রাজিল আর্জেন্টিনা!
তার জন্য আমরা ভ্রাতিত্বের বন্ধন ছিন্ন করি!
একে অপরকে ট্রল করে
বন্ধুত্ব নষ্ট করি!
আমরা রক্তপাত ঘটাই নিজ
লিংকন
১১/০৭/২০২১
আমরা হাসি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে!
আমরা কাঁদিও অন্যের দ্বারা প্রভাবিত হয়ে!
আমাদের আচরনও তেমন,
যেমন তারা চালায়!
দেশ আজ চঢ়ম সংকটে!
চারদিকে ক'রোনার তান্ডব!
শিক্ষালয়গুলো বন্ধ!
সন্তানরা অশিক্ষায় হাবুডুবু খায়!
পড়ালেখার টেবিল ছেড়ে তারা
আজ অনৈতিকতায় লিপ্ত!
বসে থেকে মানুষ আজ মানসিক রোগি!
ক'রোনা আক্রান্ত মানুষ মরছে দলে দলে!
অক্সিজেন নেই!
ডাঃ এর অভাব!
হাসপাতালে সীট নেই!
পেটে ভাত নেই অনেকের!
ব্যবসায়িরা প্লেট মিছিল করছে!
ক্ষুধার জ্বালায় আত্মহত্যা করছে মানুষ!
কেউবা পঁচা কাঁঠালে পেট ভরছে!
মায়ের চিকিৎসার জন্য
রিক্সার প্যাডেলে দশ বছরের বাচ্চার পা!
হাজারো শ্রমিকের বাঁচার করুন আকুতি!
সম্প্রতি কারখানায় মানুষ পুড়ে মরলো
প্রায় ষাটের অধিক!
এখনও বাতাসে লাশের গন্ধ!
স্বজনদের আহজারিতে আকাশ প্রকম্পিত!
তবুও আমাদের বিবেক জাগ্রত হয়না।
আমাদের কান্না পায় না!
আমাদের দুঃশ্চিন্তা চেঁপে ধরে না!
আমাদের সৃজনশীলতা জাগে না!
জাগবে কেমন করে?
রিমোট তো ওদের হাতে!
ওরা আমাদের পরীমনির গল্প শোনায়!
ওরা বুবলির বাচ্চা হলো কিনা তা শোনায়!
ওরা ভারতের কোন নায়িকা
বাংলাদেশে বর খোঁজে
তার গল্প শোনায়!
আমরা তাতেই মজে থাকি!
কোথাকার কোন ব্রাজিল আর্জেন্টিনা!
তার জন্য আমরা ভ্রাতিত্বের বন্ধন ছিন্ন করি!
একে অপরকে ট্রল করে
বন্ধুত্ব নষ্ট করি!
আমরা রক্তপাত ঘটাই নিজ
এটি একটি প্রিমিয়াম পোস্ট।