Posts

কবিতা

অমানুষ (Premium)

July 11, 2024

linkon abrar

Original Author মোঃ জিয়াউর রহমান লিংকন

Translated by মোঃ জিয়াউর রহমান লিংকন

অমানুষ
"""""""""""""""
লিংকন

রাতের আঁধারে যখন ওরা
বৌকে ঘরে ফেলে,
রাত্রি কাটায় বেশ্যালয়ে
কিংবা হোটেল।
দিনের বেলায় কোট টাই
আর দামি গাড়ি চড়ে,
ভদ্রতার মুখোশ পড়ে
সমাজে বাস করে,
এরাই ইতর নীচ প্রাণী
অভদ্র বলি তারে।

রূপের ডালি নিয়ে কিছু
ডাইনি আছে ঘরে,
নারীর বেশ নিয়ে তারা
অত্যাচারে মাতে।
পান থেকে চুন খসলে
কাজের মেয়ের সাথে
বর্বরতার শেষ সীমায়
যায় যে তখন চলে।
মার ডাং আর খুনতি গরম
এমন কিছু নেই,
মেরে ফেলতে পারলেও যেন
সেটাই করা চাই।
সমাজ সেবার নামেও এরা
লেকচার বক্তৃতা দেয়,
জাহেল এরা পশু এরা
বর্বর তাদের কয়।

অল্প মুনাফার লোভে যারা
খাদ্যে ভেঁজাল দেয়,
কীটনাশক হরমোন আর
ক্ষতিকর এ্যান্টিবায়োটিক ছড়ায়,
মানুষরূপী রাক্ষস তারা
সমাজ তাদের কয়।

চাকুরী করার পরে যারা
মাসের বেতন পায়,
কাজের জন্য তবুও তারা
ঘুষের হাত বাড়ায়,
বাসায় তাদের দু 'একজন
সারা বছর অসুস্থতায় রয়,
তাদের কিন্তু মানুষজনে
ফকির মিসকিনও কয়।

মোদের সমাজে আরো আছে
নানানরূপী মানুষ
অন্যের ক্ষতি করা ছাড়া
নেইতো তাদের হুশ।
এরাও মানুষ নয়তো ভাই,
শয়তান তাদের কয়,
অসভ্য জানোয়ার এরাই বুঝি হয়।
১২/০৭/২০১৭

This is a premium post.

Comments

    Please login to post comment. Login