বুকের ছাতিতে আছে জমা যে প্রেম
মুখের বচন হয়ে আসেনা।
তেলাকচু ঠোঁট তেল ঝরিয়ে যায়।
প্রেমের সোহাগে শুধু ভাসে না।
দৃষ্টির সীমানায় কৃষ্টি ভুলে গিয়ে
দেখি শুধু শুয়োরের আস্তানা।
সস্তা খ্যাতির লোভে বিলিয়ে দিচ্ছি সব
আসলে তো জীবন এতো সস্তা না।
68
View