নিজের কর্মে আলোকিত হও!
লিংকন
১২/০৬/২০২৪
নিজের কর্মে আলোকিত হও!
অন্যের পরিচয়ে নয়!
সৎ পথের কান্ডারি হও -
অসৎ পথের নয়!
ভেবেছো তুমি অন্যের আলোয়,
আলোকিত হবে!
অন্যের পরিচয়ে মানুষ তুমি,
প্রভাব খাটাবে!
জেনে রেখো নও তো তুমি,
আসমানের ঐ চাঁদ,
সূর্যের আলোয় আলোকিত হয়ে
করবে জীবন মাত!
মানুষ তুমি লোভ লালসায়
পরিপূর্ণ এক জীব!
অন্যের ক্ষমতা দেখাতে গিয়ে
হয়েও না সমাজের কীট!
হয়তো সাময়িক তৃপ্তি পাবে,
ঢেঁকুর তুলবে মনে!
সম্মুখে তোমায় সম্মান দিবে
পিছনে যে গালি খাবে!
এমন সম্মান দিয়ে তুমি
কি করবে বলো ?
তাই তো বলি -
নিজের কর্মে আলোকিত হয়ে
মানুষের রূপ ধরো!
This is a premium post.