আমার ভাবনাগুলো -১
লিংকন
আমরা পাপ করতে করতে এমন একটা জায়গায় উপস্থিত হয়েছি যে, পাপ যে করছি বুঝতেই পারছি না।
এই যেমন ধরুন কোন প্রতিষ্ঠানের দায়িত্বে আছি, টাকা মেরে দেওয়ার অনেক সুযোগ, মেরেও দিচ্ছি, কারন আগে যে ছিলো সেও তো মেরেছে, আমি মারলে সমস্যা কোথায়?
সমস্যা আছে তা পরে বলছি!
আবার দেখবেন আপনায় কোন কাজের দায়িত্ব দেওয়া হলো আপনি তা থেকে লাভ মানে চুরি করলেন, অন্যরাও তো করে, আমি করলে দোষ কোথায়?
দোষ আছে, তা পরে বলছি!
আবার ধরুন গায়ের জোড়ে আপনার কোন পাটর্নারকে ঠকাচ্ছেন, কলিগকে ঠকাচ্ছেন! তাদের প্রাপ্য দিচ্ছেন না!
কিংবা ধরুন কারো জমি অন্যায়ভাবে দখল করলেন কিংবা কারো নামে মিথ্যা অপবাদ দিলেন!
লোভের বশঃবর্তী হয়ে কতোই না খারাপ কাজ করছি! অথচ বুঝতেই পারছিনা।
( যদি না বোঝেন, তবে চিন্তা করে দেখবেন কিভাবে এত টাকা হলো, জমি হলো, কিছুদিন আগেও তো এমন ছিলো না, অভাব লেগে থাকতো, আর আজ কি এমন আলাদিনের চেড়াগ পেলাম যে, এতকিছু হলো! তাহলেই বুঝতে পারবেন আপনি কতটা অসৎ হয়ে গেছেন, গেছি)
এর প্রতিদান কিন্তু ব্যাক করে চলে আসবে আপনার আমার জীবনে।
যে হারাম উপার্জন করলাম এবং তা দিয়ে যে সন্তানাদি পালন করলাম তারাও কিন্তু আর সৎ থাকলো না!
আপনার পাপের ফল ভোগ করতে হচ্ছে আপনার আমার আদরের সন্তানকে, তারা ইচ্ছে করলেও আর ভালো থাকতে পারছে না। সৎ হতে পারছে না, সে যতোই চেষ্টা করি না কেন!
দেখবেন সেই সন্তান দিয়ে আপনি লাঞ্ছিত হচ্ছেন কিংবা তার হাত আপনার উপর উঠে গেছে, কিংবা সংসারে এমন অশান্তি শুরু হয়েছে যা শেষ হওয়ার নাম গন্ধ নেই।
আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা না করুন, দেখবেন নিজে কিংবা পরিবারের কেউ এমন রোগে আক্রান্ত হয়ে গেছে যে ঐ হারামের টাকায়ও আর কুলাচ্ছে না কিংবা বারোভুতে খেয়ে ফেলেছে সব।
অতএব, এই ছোট্ট একটা জীবনে কি হবে মানুষ ঠকিয়ে! মানুষের হক নষ্ট করে! দায়িত্বে অবহেলা করে হারাম উপার্জন করে!
হিসেব করে দেখেন কিছুই হবে না, যা হবে --
* লাঞ্ছিত হবেন,
* মানুষ ঘৃণা করবে!
* সংসারে অশান্তি লেগে থাকবে!
* অসুস্থতা ছাড়বে না!
* সন্তান মানুষ হবে না, হলেও যেকোনো একটা তো অমানুষ হবেই !
তাই এখনই আমাদের হিসেবে বসা উচিৎ-
* কার জন্য এত কিছু!
* মরলে তো আর সাথে নিতে পারবো না!
সাময়িক সুখের জন্য আসুন না, হারাম উপার্জন পরিত্যাগ করে একটা সুখী সমৃদ্ধ পরিবার গড়ে তুলি। গড়ে তুলি একটা সুস্থ সমাজ তথা একটা রাষ্ট্র!