Posts

নন ফিকশন

অর্থনীতির ফ্রেন্ডলি ফায়ার তত্ত্ব ও আমাদের প্রাসঙ্গিকতা (Premium)

April 26, 2024

ইফতেখার তোয়ারিক

Original Author ইফতেখার তোয়ারিক

সাধারণ মানুষের কল্যাণের জন্য সরকারের গৃহীত পদক্ষেপগুলো হরহামেশাই ফ্রেন্ডলি ফায়ার হিসেবে আবির্ভূত হচ্ছে।
ডঃ অমর্ত্য সেন ২০০১ সালে অর্থনীতিতে friendly fire ধারণাটি প্রবর্তন করেন।
এই তত্বটি আমরা যদি সহজ ভাবে বুঝতে চাই– যুদ্ধক্ষেত্রে তুমুল যুদ্ধের সময় শত্রু-মিত্র ঠাহর করা যায় না, তখন নিজ পক্ষের গুলিতে অনেক সময় নিজেদের সৈন্যই নিহত হয়।
যুদ্ধক্ষেত্রে নিজেদের গুলিতে নিজেরাই যেমন নিহিত হয় তেমনি অনেক সময় নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য সরকারের গৃহীত কর্মসূচি বা প্রকল্প উক্ত জনগোষ্ঠীর উপকারের বদলে অপকার বয়ে আনে।
তাকেই অর্থনীতির ভাষায় ফ্রেন্ডলি ফায়ার হিসেবে চিহ্নিত করা হয়েছে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login