পোস্টস

কবিতা

এই মিডলক্লাস জন্মের আফসোস

১১ জুলাই ২০২৪

মিলু

মূল লেখক কৌশিক মজুমদার শুভ

ইদানিং যা হয় তা আফসোস, কেন ইউটেরাসের কঠোরতা মেনে বের হইতে হইছে- কেন রাস্তায় দাঁড়াইয়া এই এইখানে ভাবতে হৈতেছি দুপুরের খাবার, টয়লেটের ফিনাইল, তেলের দাম- কেন পারাইতে হৈতেছে রাস্তা, বালিশে ঘুমাইতে হৈতেছে- নিয়ম করে যাইতে হইতেছে শৌচাগার, কেন বাপের অসুস্থতা আমারেও ভাবায়, মায়ের কালশিটে চোখ, কেন খিস্তির বদলে প্রেমিকারে করতে হৈতেছে অনুনয়, কেন সরকারি অফিসে কেরানিরে দিতে হৈতেছে তেল, কেন নেতাদের বালছাল শুনেও বাজাইতে হৈতেছে হাত, কেন মনে হইলো না আগে- কেন ভাবি নাই জন্মাইলেই বিপদ- হয় চুদবে নাহয় চোদা খেতে হবে।