একা ব্রিজ পেরিয়ে সে আন্দাজ করেছিলো মানুষ আদতে নির্জন, তার লোনলিনেসের পাশেই ঝরে পড়লো একগুচ্ছ হাওয়া- তার ভিতরেই গজিয়ে উঠলো নির্জনতার গাছ, অন্ধ হাওয়ায় ফল ঝরে গেলে নির্জনতার পাশে একা ভেসে উঠছিলো একেকটা নিঃসঙ্গ দ্বীপ।
একা ব্রিজ পেরিয়ে সে আন্দাজ করেছিলো মানুষ আদতে নির্জন, তার লোনলিনেসের পাশেই ঝরে পড়লো একগুচ্ছ হাওয়া- তার ভিতরেই গজিয়ে উঠলো নির্জনতার গাছ, অন্ধ হাওয়ায় ফল ঝরে গেলে নির্জনতার পাশে একা ভেসে উঠছিলো একেকটা নিঃসঙ্গ দ্বীপ।