Posts

কবিতা

বাল ছেঁড়ার বয়েস

July 11, 2024

মিলু

Original Author কৌশিক মজুমদার শুভ

82
View

চিন্তায় চুলা হয়ে হেঁট,
তাকজুড়ে বই সাজসাজ-
এ’বাড়ির ছেলেটাকে বলো-
নাকি সে প্রচুর খোঁজে কাজ?

লালচে চালের আজও দর-
ক্ষুধার ছবকও শুনি লাল,
কতোটুক ঘিলু-টিলু গিলে
আরো হয় লাল, ক্যাপিটাল-

বিটকেল ঘর আধোশুয়ে
পড়ে আছে ভাঙা সাইকেল
প্রেমিকার সবটুকু বয়েস,
বিকালের পাশে বাজে বেল-

অপেক্ষামুখকালো হাড়ি
ফাল দেয়া যাতায়াত ভাড়া-
টিউশন ফিস মিস গেলে
পা’য়ে চড়ে হবে বাড়িফেরা।

অপেক্ষাবিকাল হয় মেঘ
রাত্রি স্বপ্নভেজা চাল-
মার্ক্স কিবা সবটাই জানে
দুপুরটা- ‘ডাস-ক্যাপিটাল’।

Comments

    Please login to post comment. Login