আড়াল ফেলে নিমেরবনের পাখি-
এঁটো বাসন, ঘরের থালা-বাটি;
বাড়ির ছেলে তারেও ফেলে পাছে
আরো যেমন মেলায় কেনা বাতি;
একলা তুমি মাঠের নিরব গাছ-
একা তুমি হয়েই আছো আরো,
আমায় বোঝাও মানুষ কেমন বাঁচে-
একা মানুষ বাঁচতে কেমন পারো?
পথেপথে খরচা হয়েই নিজে-
যেমন বাঁচে কাসার গ্লাস বাটি,
নিজের তুমি টুকরো বানাও হাজার,
মানুষ; আবার বাঁচতে জানেও নাকি?
80
View